পড়ুয়াদের পোশাক সম্পর্কে বিশদ তথ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুল শিক্ষা দফতর স্কুল খোলার পূর্বে পড়ুয়াদের পোশাক সম্পর্কে বিশদ তথ্য চেয়েছে। এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকরা জানান, স্কুল শিক্ষা দফতর থেকে তাঁদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। এক্ষেত্রে পড়ুয়াদের পোশাকের রঙ, পোশাকের মান জানতে চাওয়া হয়েছে। আবার তাদের কোনও আলাদা নকশা রয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়। প্রতিটি শ্রেণির জন্য কত পোশাক প্রয়োজন, সেই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। উল্লেখ্য, প্রাক-প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত স্কুল থেকে বিনামূল্যে পোশাক বিতরণ করা হয়। জেলা বিদ্যালয় পরিদর্শকেরা এই ফর্ম প্রতিটি স্কুলে পাঠিয়ে দিতে শুরু করেছেন বলে জানানো হয়েছে।

