exam and mp-hsEducation Others 

জুন মাসে হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আপাতত স্থগিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জুন মাসে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । উল্লেখ্য,জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং তৃতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল।

করোনার প্রভাবে রাজ্যজুড়ে লকডাউন চালু হয়েছে। এই অবস্থায় পরীক্ষা আয়োজন করার প্রয়োজনীয় সময় পাওয়া যাচ্ছে না বলেই আপাতত স্থগিত হচ্ছে পরীক্ষা। পরবর্তীতে নোটিফিকেশান জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে আশ্বস্ত করলেন রাজ্য মুখ্যসচিব।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। জুন মাসে কোনও পরীক্ষা হবে না। শিক্ষা দফতর সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে পরে টাইম ফ্রেম করবেন। তারপর নোটিফিকেশন করবেন।”

শিক্ষামহল ও অভিভাবকদের একাংশ মনে করছেন, লকডাউন পরিস্থিতি ও করোনা আবহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা নিতে পারবে না শিক্ষা দফতর। আবার গণপরিবহণ বন্ধ থাকলে ছাত্র-শিক্ষক ও আধিকারিকদের পক্ষে পরীক্ষার সময়ে যাতায়াত করা সম্ভব নয়। অন্যদিকে রাজ্য অনলাইন পরীক্ষা নিতে চায় না, তা পূর্বেই জানানো হয়েছে।

সূত্রের খবর,আগামী সোমবার ব্রাত্য বসু শিক্ষা মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন। ওইদিন তিনি জরুরি বৈঠক করবেন পর্ষদ ও সংসদের সঙ্গে। সেখানে সিদ্ধান্ত হবে পরীক্ষা হলেও তা কীভাবে নেওয়া সম্ভব হবে। পরীক্ষা বাতিল হলে সব ছাত্রকে কী গড়ে নম্বর দেওয়া হবে, তবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে খবর।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment