budget and old peopleBreaking News Others 

প্রবীণ নাগরিকদের স্বস্তি কেন্দ্রীয় বাজেটে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৭৫ বছর পার হলে দিতে হবে না আয়কর রিটার্ন। বাজেটে প্রবীণ নাগরিকদের স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রবীণদের আয়করে বড়সড় স্বস্তি দিলেন অর্থমন্ত্রী। জানা গিয়েছে, এবার থেকে ৭৫ বছর বা তার বেশি বয়সি যাঁরা পেনশন ভোগী এবং সুদের উপরে নির্ভরশীল, তাঁদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না ৷ এই প্রবীণ নাগরিকদের উপার্জিত সুদের সম্পূর্ণটাই করমুক্ত করা হয়েছে৷ ২০২১ সালের বাজেটে যা অন্যতম বড় ঘোষণা বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞমহল।

উল্লেখ করা যায়, বাজেটে প্রবীণদের আয়করে ছাড় দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এবার ৭৫ বছর এবং তার বেশি বয়সিদের অর্জিত সুদের উপরে ছাড় দিয়ে সেই প্রত্যাশা পূরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ অন্যদিকে ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন ঘোষণা করেননি নির্মলা ৷ অর্থমন্ত্রী বাজেট পেশ করে জানিয়েছেন, সাধারণ মানুষের উপরে করের বোঝা কমানো উচিত ৷
অর্থনীতি বিশেষজ্ঞদের একটা অংশ জানিয়েছেন, ৬০ বছরের উপরে একটা বড় সংখ্যক প্রবীণ নাগরিক এর সুবিধে পাবেন না ৷ ব্যাঙ্ক বা অন্যান্য ক্ষেত্রে সুদের হার কমছে, তাতে ৭৫ বছরের উপরে প্রবীণ নাগরিকরা কতটা কর
ছাড়ের সুফল পাবেন তা নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে।

Related posts

Leave a Comment