saumitra and film sani- rabiEntertainment Others 

সৌমিত্র অভিনীত শেষ শর্ট ফিল্ম ‘শনি রবি’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বীরভূমে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ শর্ট ফিল্ম ‘শনি রবি’- র ট্রেলরের মুক্তি। অনলাইনে ট্রেলার দেখেছেন অনেকেই। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ শর্ট ফিল্ম – ‘শনি- রবি’ ট্রেলার ইউটিউবে রিলিজ হয়েছে। এই শর্ট ফিল্মটি নির্মাণ করেছে সাঁইথিয়া স্টারডাস্ট ক্রিয়েশান। পুরো ছবিটি ইউটিউবে ১৯ শে জানুয়ারি রিলিজ হবে বলে জানা গিয়েছে। ওই দিনটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন।

এক্ষেত্রে আরও জানা যায়,শর্ট ফিল্মটির কাহিনীতে রয়েছে – মফঃস্বলের একটি ঘরোয়া ক্লাবে অনুষ্ঠান করতে গিয়ে আবির , রূপকথা ও অপরাজিতার ত্রিকোণ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ এই অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রবেশ ঘটে ৷ আবীরের জীবনে এক নতুন ভূমিকা পালন করে। এগিয়ে চলে এই শর্ট ফিল্ম ৷

সূত্রের খবর, বীরভূমের ময়ূরেশ্বর এলাকার কুন্ডলা গ্রাম সহ কয়েকটি গ্রামে এই শর্ট ফিল্মের শুটিং হয়। সৌমিত্রবাবু অসুস্থ হওয়ায় ছবির শেষের দিকে শ্যুটিং হয় কোলকাতার শোভাবাজারে। ফিল্মটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রনি দত্ত , বিদিশা বন্দ্যোপাধ্যায় , ঐন্দ্রিলা সাহা, জনি দও, অসীম দত্ত প্রমুখ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে।

Related posts

Leave a Comment