হলিউডে দক্ষিণ সুপারস্টার ধনুশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণ সুপারস্টার ধনুশ দ্য রুশো ব্রাদার্স পরিচালিত নতুন স্পাই থ্রিলার ‘দ্য গ্রে ম্যান’-এ অভিনয় করছেন। এই ছবিতে ধনুশ একগুচ্ছ বিশ্বখ্যাত অভিনেতাদের সাথে অভিনয় করবেন বলে জানা গিয়েছে। এক্ষেত্রে সঙ্গে রয়েছেন ‘লা লা ল্যান্ড’ এবং ‘ব্লু ভ্যালেন্টাইন’ খ্যাত অভিনেতা রায়ান গসলিং। অ্যাভেঞ্জার্স সিরিজ, ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত অভিনেতা ক্রিস ইভান্সও এই সিনেমায় রয়েছেন। ধনুশের পক্ষে নিজেকে প্রমাণ করার এটি একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এই অভিনেতা স্বাভাবিকভাবে অভিভূত। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে এই ঘোষণা করেছেন। এক্ষেত্রে জানা যায়, ছবিটি মার্ক গ্রিন রচিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটি পরে ফ্র্যাঞ্চাইজি আকারে প্রকাশ করা হবে। চলচ্চিত্রের প্রথম অংশের বাজেট ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। প্রসঙ্গত, ধনুশ বর্তমানে আনন্দ এল রাইয়ের ‘অতরঙ্গি রে’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে অক্ষয় কুমার ও সারা আলি খান ধনুশের সাথেও রয়েছেন।

