কেভেন্টার ই-স্টোর নিয়ে এসেছে শহরের সংস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বে করোনা আবহ তৈরি হতেই অনলাইন কেনা কাটার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বেড়েছে। করোনা টিকা কবে নাগালে আসবে তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা অব্যাহত। সংক্রমণের প্রবাহ এখনও রয়েছে। সামাজিক দূরত্ববিধি মেনে চলার বিধানও রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুধ এবং দুগ্ধজাত পণ্যের মতো অত্যাবশ্যকীয় সামগ্রী বাড়িতে বসে পেয়ে যাওয়ার সুবিধাও রয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, গ্রাহকদের জন্য সংস্থার নিজস্ব অনলাইন ফুড অ্যান্ড বেভারেজ প্লাটফ্রম ‘কেভেন্টার ই-স্টোর’ নিয়ে এসেছে শহরের সংস্থা কেভেন্টার অ্যাগ্রো।
সংস্থা সূত্রের খবর, স্টোর থেকে ক্রেতারা সংস্থার আল্ট্রা-হাই টেম্পারেচার প্রেসসড মিল্ক, আইসক্রিম, প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, ফ্রোজেন ফুডস ও ফ্রুট স্ন্যাক্স পণ্য সম্ভার থেকে পছন্দমতো জিনিস অর্ডার দিলে তা নিয়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে নির্দিষ্ট ঠিকানায়। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, গুগল প্লে-স্টোর এবং আইওএস অ্যাপ স্টোরে পাওয়া যাবে কেভেন্টার ইস্টোর অ্যাপ। তা ডাউনলোড করার পর ইনস্টল করে নিতে পারবেন ক্রেতা-সাধারণ। ‘ই-স্টোর’ উদ্বোধন করার পর সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজারিং ডিরেক্টর মায়াঙ্ক জালান জানিয়েছেন, লকডাউনের শুরু থেকে অনলাইনে নানা ভাবে পরিষেবা দেওয়া শুরু করেছিল সংস্থা। যে যাত্রা নতুন মাত্রা পেয়েছে।

