Breaking News Others 

শ্রীরামপুরে আত্মঘাতী তৃণমূল কাউন্সিলর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সোমবার বেলা তখন পৌনে ১২টা। হুগলির শ্রীরামপুর স্টেশনে থিকথিকে ভিড় নিত্যযাত্রীদের। ঘোষণা হয়েছে ডাউন শেওড়াফুলি লোকাল ২ নম্বর প্ল্যাটফর্মে আসছে। অনেক মহিলার সঙ্গে সামনের মহিলা কামরার জন্য নির্ধারিত জায়গায় দাঁড়িয়েছিলেন শ্রীরামপুরের ১৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রমা নাথ। শেওড়াফুলি লোকাল প্ল্যাটফর্মে ঢুকতেই আচমকা সবাইকে সরিয়ে লাইনে ঝাঁপ দেন তিনি। টুকরো-টুকরো হয়ে যায় তাঁর দেহ। এই খবরে স্তম্ভিত হয়ে পড়েন সকলে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যেও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর দুই ভাই কালো এবং হুলো শ্রীরামপুরের ডাকাবুকো প্রোমোটার। স্থানীয়দের কেউ কেউ মনে করেন, পারিবারিক কারণেই আত্মহত্যা করেছেন রমা নাথ।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ট্রেন সামনে আসতেই ঝাঁপ দেন রমাদেবী। ফলে তাঁর শরীর প্রথমে ধাক্কা খায় ট্রেনের সামনের অংশে। লাইনে পড়ে যাওয়ার পর বেশ কয়েক মিটার তাঁকে টেনে নিয়ে যায় শেওড়াফুলি লোকাল। ফলে ছিন্নভিন্ন হয়ে যায় দেহ।

Related posts

Leave a Comment