হুগলির বিধানসভা নির্বাচনে নজরে তারকা প্রার্থীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হুগলির বিধানসভা নির্বাচনে এবার তারকা মেলা। লড়াই হচ্ছে রাজনীতিবিদ বনাম তারকার। তবে এই লড়াইয়ে কে জিতবে বা হারবে তা জানা যাবে ২রা মে। নজরে রয়েছেন তারকা প্রার্থীরা। এত তারকা প্রার্থী হুগলি জেলায় এর আগে কোনও নির্বাচনে দেখা যায়নি। একনজর দেখে নেওয়া যাক ছবিটা। উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী হয়েছেন কাঞ্চন মল্লিক, চন্ডীতলায় বিজেপি প্রার্থী হয়েছেন যশ দাশগুপ্ত, চন্দননগরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন, চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আগামীকাল এই সব তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে । হুগলির দিকে নজর সমস্ত রাজনৈতিক দল ও বিশ্লেষকদের ।
উল্লেখ করা যায়, ২০১৬ সালের বিধানসভা ভোটে পান্ডুয়া ও চাঁপদানিতে জয়ী হয় বাম-কংগ্রেস জোট। বাকি সব আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা ভোটে অনেকটাই বদলে গিয়েছে লড়াই। তৃণমূল এগিয়ে রয়েছে উত্তরপাড়া, চন্ডীতলা, চাঁপদানি ও চন্দননগর বিধানসভায় । বাকি বেশ কিছু আসনে এগিয়ে বিজেপিও। লড়াই চলছে জেলা ব্যাপী। সব দলই ভোটের প্রচারে মরিয়া ছিল। অভিনেতা বা তারকা প্রার্থীদের সাথে বেশ কিছু আসনে রাজনীতিবিদদের লড়াই নজরে এসেছে। যেমন- চন্ডীতলা বিধানসভা কেন্দ্র।
বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত লড়ছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মহঃ সেলিম ও তৃণমূলের স্বাতী খন্দকারের সঙ্গে । সেলিম রাজনীতির ময়দানে সংসদ ও বিধানসভা সামলানোর অভিজ্ঞতায় সম্মৃদ্ধ। আবার স্বাতী খন্দকার পরপর দু’বার এই আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। উল্লেখ্য,২০১৯ সালে লোকসভা ভোটের ফলে এগিয়ে ছিল তৃণমূল। নজরে উত্তরপাড়াও। শাসক দলের প্রার্থী এবার পদ্ম শিবিরে। এই আসন থেকে প্রবীর ঘোষালের সঙ্গে লড়ছেন কাঞ্চন মল্লিক । নির্বাচনী প্রচারে ঘরে ঘরে পৌঁছেছেন অভিনেতা কাঞ্চন। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল এই বিধানসভায় এগিয়ে থাকলেও লড়াই হাড্ডাহাড্ডি, তা বলাই যায়।
নজরে থাকছে চুঁচুড়া। লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁকেই আবার বিধানসভা ভোটে চুঁচুড়া আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রসঙ্গত,২০১৯ লোকসভা ভোটে বিজেপি এগিয়ে ছিল এই আসনে। অসিত মজুমদার জোড়া ফুল শিবিরের প্রার্থী। পাশাপাশি চন্দননগরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল এগিয়ে থাকলেও এই আসন নিয়ে জোর লড়াই। তারকা প্রার্থী ছাড়াও হুগলি জেলায় বেশ কয়েকটি আসনে নজর থাকবে। যেমন-বেচারাম মান্না, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তপন দাশগুপ্ত, আব্দুল মান্নান, রত্না দে নাগ ও মনোরঞ্জন ব্যাপারী। তারকা প্রার্থীদের জয় -পরাজয় জানা যাবে ২রা মে।

