করোনার জেরে ফের বন্ধ হচ্ছে রাজ্যের স্কুলগুলি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় আগামীকাল থেকে বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। জানা গিয়েছে, করোনার সংক্রমণজনিত অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হবে বলেও জানা গেছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এমনিতেই অনেক স্কুল চলতি বিধানসভা নির্বাচনের ভোট কেন্দ্র হওয়ায় কার্যত বন্ধ। এরপর কোভিডজনিত সমস্যার কারণে গরমের ছুটি এগিয়ে এনে আগামীকাল থেকে স্কুলগুলি বন্ধ থাকবে। এক্ষেত্রে আলোচনার পর বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি।
রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, গরমের ছুটি এগিয়ে আনার পাশাপাশি এইসময় স্কুলে আসতে হবে না শিক্ষকদের। আগামীকাল থেকেই তা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। তবে পুনরায় স্কুল খোলার জন্য বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকাল চলবে বলে খবর।

