নেতাজির টুপি সংরক্ষণে কেন্দ্রীয় উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসুর টুপি ও তলোয়ার সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রের খবর, সুভাষচন্দ্রের ১২৫-তম জন্মবার্ষিকীতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রদর্শনীর জন্য এগুলি পাঠানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, এএসআইয়ের পক্ষ থেকে এই ধরনের ২৪টি সামগ্রী ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেওয়া হয়েছে। সেগুলি আবার ফিরিয়ে আনা হবে বলেও জানা যায়। উল্লেখ করা যায়, সুভাষচন্দ্রের টুপি লালকেল্লার মিউজিয়ামে ফেরানোর ব্যবস্থা করার জন্য আবেদন জানানো হয়। এ বিষয়ে আরও জানা যায়, ‘নেতাজিস ক্যাপ মিসিং’ হ্যাশট্যাগ দিয়ে ট্যুইট করেছিলেন চন্দ্রকুমার বসু। এরপরই জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।

