সোনা জয় ভারতের
লায়সে এশীয় জুনিয়র ও ক্যাডেট টেবল টেনিসের মিক্সড ডাবলসে সোনা জয়ী হয়েছেন পয়স জৈন ও যশস্বীনি ঘোরপাড়ে জুটি। ফাইনালে তাঁরা পরাজিত করেছেন চিনের হ্যান জিনওয়ান ও কিন ইউসুয়ান জুটিকে। এই ম্যাচের ফলাফল:১১-৯,১১-১,১০-১২,৭-১১ও ১১-৮।
Read Moreলায়সে এশীয় জুনিয়র ও ক্যাডেট টেবল টেনিসের মিক্সড ডাবলসে সোনা জয়ী হয়েছেন পয়স জৈন ও যশস্বীনি ঘোরপাড়ে জুটি। ফাইনালে তাঁরা পরাজিত করেছেন চিনের হ্যান জিনওয়ান ও কিন ইউসুয়ান জুটিকে। এই ম্যাচের ফলাফল:১১-৯,১১-১,১০-১২,৭-১১ও ১১-৮।
Read Moreগ্রিসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৮.৩১ মিটার লাফিয়ে সোনা জয়ী হয়েছেন ভারতের লংজাম্পার মুরলী শ্রীশঙ্কর। উল্লেখ করা যায়,টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া মুরলী ৬.৩৬ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন।
Read Moreস্পেনে সোনা জয় নেত্রার। টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতের নেত্রা কুমারন স্পেনে গ্রান ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হলেন। ২৪ বছর বয়সী নেত্রা ৬টি রেসের মধ্যে ৩টিতে প্রথমে শেষ করেছেন। এই সাফল্যের পর তিনি ১০ পয়েন্ট পান।
Read More