রবির দৃষ্টিতে নদী-প্রকৃতি
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীতে প্রকৃতি ও নদী অন্যমাত্রা পেয়েছে। বিশেষ করে নদীর একটি গুরুত্ব থেকেই যায়। রবীন্দ্রনাথের কবিতা গান, প্রবন্ধ ও গল্পে নদীর কথা উঠে আসে। এক জীবন্ত সত্তা হয়ে ধরা দিয়েছে। এক আত্মিক অনুষঙ্গ খুঁজে পাওয়া যায়। “মাঝি” কবিতায় তাঁর লেখনী থেকে পাওয়া যায় –আমার যেতে ইচ্ছে করেনদীটির ওই পারেযেথায় ধারে ধারে বাঁশের খোঁটায়ডিঙি নৌকো বাঁধা সারে সারে।নদীর সাথে জুড়ে-জড়িয়ে থেকেছে তাঁর শৈশব স্মৃতি। কলকাতার জোড়াসাঁকোতে শৈশব-কৈশর কাটে। এরপর পদ্মা নদীর পাড়ে শিলাইদহে তাঁর অভিজ্ঞতার বর্ণনা পাওয়া যায়। রবীন্দ্রনাথের মনন ও কাব্যচর্চায় তার প্রভাব আমরা দেখি। পদ্মার প্রকৃতি, স্রোতের টান,…
Read More