সূর্যাস্তের মুহূর্তে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নদী কথা বলে নিরবে। আপন খেয়ালে তার বয়ে চলা। সূর্যাস্তের মুহূর্তে মনোরম তার রূপ। দিগন্ত রেখায় ঢলে পড়া সূর্য ডুবে যাওয়ার প্রাক্কালে সিঁদুর রং হয়ে উঠেছে নদীর বুক। মানুষের জীবনও ঠিক নদীর মতো বয়ে চলা। এমনই একটি দৃশ্য তুলে ধরা হল। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন …….।

