বুকে ব্যথা অনুভব করায় ফের হাসপাতালে সৌরভ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আবারও অসুস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিয়ে যাওয়া হল অ্যাপোলো হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফের বুকে ব্যথা অনুভব করেন তিনি। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হল বিসিসিআই প্রেসিডেন্টকে। উল্লেখ করা যায়,এ মাসেই বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । ওই সময় ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছিল হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ ধরা পড়ে সৌরভের।
এরপর চিকিৎসা চলে। তারপর ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ । বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন মহারাজ। সূত্রের আরও খবর, গতকাল রাত থেকেই ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ । সকালেও তা না কমায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া শুরু হয় । গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন তিনি, এমনটাই জানা গিয়েছে।

