জেনে নিন সূর্যগ্রহণ পর্বে কি বিধি-নিষেধ
দীপাবলির আবহে সূর্যগ্রহণের ছায়া।এই সময় জ্যোতিষ ও শাস্ত্র বিশেষজ্ঞরা বেশ কিছু বিধি-নিষেধের কথা জানিয়েছেন। তা মেনে চলাটাও শরীর ও স্বাস্থ্যের পক্ষে মঙ্গলকর। পারিবারিক মঙ্গলের জন্যও এই বিধি-নিষেধ মেনে চলাটা জরুরি।জ্যোতিষ ও শাস্ত্র পণ্ডিতরা বলছেন, গ্রহণ পর্ব মিটে যাওয়া বা সময় পূর্ণ হওয়ার পর ঘর-দোকান,ব্যবসায়িক কেন্দ্র সহ বিভিন্ন ক্ষেত্র ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। লবণ মেশানো জল দিয়ে তা ধুয়ে ফেললেই ভালো হয়। পরবর্তীতে নিজে স্নান করা সহ দেব মূর্তি স্নান করালে ভালো হয় ।
Read More