tapas palBreaking News Entertainment Politics 

চলে গেলেন অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বাংলা সিনেমার সুপারস্টার তথা কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তাপস পাল (৬১)। আজ ভোর রাতে (৩.৩৫ মিনিট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, হৃদরোগে আক্ৰান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে খবর, তিনি মুম্বাইয়ে মেয়ের সঙ্গে দেখা করতে যান। বিমানবন্দরেই অসুস্থ হন। মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন। ১ ফেব্রুয়ারি থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে ৬ ফেব্রুয়ারি তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা হয়। উল্লেখ্য, তাঁর জন্ম হয় ১৯৫৮ সালের ১৯ সেপ্টেম্বর। ১৯৮০ সালে বাংলা সিনেমা “দাদার কীর্তি” ছবি দিয়ে শুরু তাঁর অভিনয় জীবন। এরপর “গুরুদক্ষিণা”, “অনুরাগের ছোঁয়া”, “ভালবাসা ভালবাসা” প্রভৃতি সুপারহিট ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। ১৯৮৪ সালে “অবোধ” ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ। ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া বাংলা টিভি সিরিয়ালেও তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। ২০১৩ সালে বাংলা ছবি “খিলাড়ি”-তে তাঁকে শেষবার অভিনয় করতে দেখা যায়। রাজনৈতিক জীবনে ২০০১ সালে তিনি প্রথমবার বিধায়ক হন। তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুর থেকে তিনি জয়ী হন। ২০০৯ সাল পর্যন্ত আলিপুরের বিধায়ক ছিলেন তাপস। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত তিনি কৃষ্ণনগরের সাংসদ ছিলেন। তৃণমূলের টিকিটে তিনি সাংসদ হন। একটা সময়ে তিনি বিতর্কিত মন্তব্যের জন্য রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েন। তাপস পালের মৃত্যুতে শোকস্তদ্ধ টলিউড সহ গোটা শিল্পী মহল। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী শোকপ্রকাশ করে বলেন, “শেষের দিকটা খুব ভুগছিল। ছোট ভাইকে হারালাম।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করে জানান, “ওঁর শুন্যতা অনুভব করব।”

Related posts

Leave a Comment