higher secodaryEducation 

বন্ধ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের আগাম আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল উচ্চ মাধ্যমিকের শেষ তিনটি বিষয়ের পরীক্ষা। বন্ধ হওয়া পরীক্ষা কবে হবে, সংসদ তা জানিয়ে দেবে ১৫এপ্রিলের পর। উল্লেখ্য, ইতিমধ্যেই হু ঘোষিত এই বিশ্ব মহামারী ঠেকাতে রাজ্যের সমস্ত হোটেল-রেস্টুরেন্ট,বার -পাব, নাইট ক্লাব সহ সমস্ত হুক্কা বার বন্ধেরও নোটিশ দেওয়া হয়েছে। এদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, তারাও ধাপে ধাপে দূরপাল্লার ট্রেন এবং বিদেশী উড়ানের আসা যাওয়া বন্ধ করতে চলেছেন। প্রসঙ্গত, দেশের অনেক রাজ্যেই করোনার সংক্রমণ হু হু করে বেড়ে চললেও পশ্চিমবঙ্গে তার পরিমান ছিল নেহাতই নগন্য। গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত এ রাজ্যে করোনা সংক্রামিত রোগীর সংখ্যা ছিল দুই। আজ সকালে আরও একজনের শরীরে সংক্রমণের খবর মিলেছে। হাবড়ার এই তরুণী স্কটল্যান্ড থেকে ভাইরাস বহন করে এনেছেন বলে খবর।

Related posts

Leave a Comment