ভারতে প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৮৫৩ সালের ১৬ এপ্রিল প্রথম যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়েছিল। এর দূরত্ব ছিল ২১ মাইল। এর যাত্রাপথ ছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। বিকেল ৩টে ৩০ মিনিটে বোরিবন্দর থেকে ৪০০ জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ২১ টি তোপধ্বনির মাধ্যমে এই রেল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপরের বছর ১৫ আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত এই পরিষেবা শুরু হয়। ১৮৪৩ সালে তৎকালীন বোম্বে সরকারের চিফ ইঞ্জিনিয়ার জর্জ ক্লার্ক বোম্বে থেকে থানে অবধি রেল যোগাযোগের পরিকল্পনা করেছিলেন।

