studentsEducation Others 

সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার থেকে বছরে দু-দফায় হওয়ার সম্ভাবনা উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষাতেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিতে চেয়েছিল। উল্লেখ করা যায়, আইসিএসই ও সিবিএসই বোর্ডের পরীক্ষাগুলি বছরে ২ বার নেওয়া হচ্ছে। এক্ষেত্রে সেমিস্টার ওয়ান ও সেমিস্টার পর্যায়ে ছয় মাস অন্তর এই পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার সেই ধাঁচেই রাজ্যের উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদেরও পরীক্ষা নিতে আগ্রহী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর এই ধরণের পরিকল্পনা গ্রহণ করতে চলেছে বলে সূত্রের খবর।

সূত্রের আরও খবর, এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার উচ্চশিক্ষায় নিজস্ব শিক্ষানীতি তৈরি করার জন্য একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি আগামী ৬ মে বৈঠকে বসছে বলেও জানা গিয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও খবর। এই সংক্রান্ত বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৬ মে কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকে আলোচনার পর যা বলার বলা হবে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment