আমতায় পাটশিল্পের প্রশিক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পাটশিল্পে দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমতা ১ নম্বর ব্লকে প্রকল্পটির উদ্বোধন করেছেন শ্রম প্রতিমন্ত্রী ডঃ নির্মল মাজি। স্থানীয় সূত্রের খবর, এই প্রশিক্ষণ শুরু হবে। ৩ মাসের এই শিবিরে প্রাথমিকভাবে ব্লক থেকে ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়। এক্ষেত্রে জানা গিয়েছে, শিবিরটি পাট বাছাই, বস্তা তৈরি থেকে শুরু করে স্পিনিং সহ সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ নিতে আসা সকলকে মাসিক ভাতাও দেওয়া হবে। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, যে পাট শিল্প রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। হাজার হাজার শ্রমিক এই শিল্পের সঙ্গে যুক্ত।

