ফের খেতাব জয়ী মহিলা দাবাড়ু হাম্পি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক :আবারও খেতাব জয়ী হলেন ভারতের মহিলা দাবাড়ু কোনেরু হাম্পি। কেয়ার্নস কাপ দাবা টুর্নামেন্টে আবার তিনি চ্যাম্পিয়ন হলেন। ফাইনাল রাউন্ডে ডি হরিকর সঙ্গে ড্র করার সঙ্গে সঙ্গে তিনি খেতাব জিতে নিলেন।