Vartual Class-2Others 

কর্নাটকে টিভি কেনার টাকা জোগাড় করতে মঙ্গলসূত্র বন্ধক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পরিস্থিতিতে স্কুল বন্ধ। এই সময় দূরদর্শনে হওয়া ক্লাসই মূল ভরসা। সূত্রের খবর, বাড়িতে টেলিভিশন না থাকায় সেই ক্লাস করতে পারছিল না ছেলে-মেয়েরা। এই অবস্থায় টিভি কেনার টাকা জোগাড় করতে নিজের সোনার মঙ্গলসূত্র বন্ধক রাখেন কন্তুরী চালাভাডি। কর্নাটকের গাদাগ জেলার রাড্ডের নাগানুর গ্রামের বাসিন্দার এই নজির। উল্লেখ্য, সন্তানদের অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কেনার জন্য গরু বিক্রি করে দিয়েছিলেন হিমাচলপ্রদেশের কুলদীপ কুমার। তবে কন্তুরীর ক্ষেত্রে মঙ্গলসূত্র বন্ধক রাখার বিষয়টি জানতে পারেন স্থানীয় জেলা প্রশাসন। এরপর সুবিধা মতো টাকা ফেরৎ দেওয়ার কথা বলে মঙ্গলসূত্র ফিরিয়ে আনা হয়। জানা গিয়েছে, স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতারাও ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলে খবর।

Related posts

Leave a Comment