ভেটেল ফেরারি ছাড়তে পারেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফেরারি ছাড়তে চলেছেন সেবাস্তিয়ান ভেটেল। ফেরারিতে যোগ দিতে পারেন লুইস হ্যামিলটন। এক যৌথ বিবৃতিতে ভেটেল ও ফেরারির পক্ষ থেকে বলা হয়েছে , আমরা এক সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, এই মরসুমের শেষে পরস্পরের সঙ্গে বিচ্ছেদের। আবার ও জানা যাচ্ছে , ভেটেল চলতি মরসুমের শেষে অবসরও নিতে পারেন। তবে করোনার জেরে কবে ফর্মুলা ওয়ান-এর মরসুম শুরু হবে তা স্পষ্ট নয়।

