মার্কিন মুলুকে স্বাস্থ্য বিভাগের শীর্ষপদে বিবেক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বাস্থ্য বিভাগের শীর্ষপদে আবারও এক ভারতীয় চিকিৎসককে বহাল করেছে জো বাইডেন প্রশাসন। উল্লেখ করা যায়, প্রেসিডেন্টের সার্জন জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পেয়েছেন। মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসকের নাম বিবেক মূর্তি। এক্ষেত্রে আরও জানা যায়, তিনি ওবামার সময়েও স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিক পদে ছিলেন। সূত্রের খবর, ২০১৭ সালে বিবেক মূর্তিকে বরখাস্ত করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনেটরদের ভোটে পুরনো পদে আবারও বহাল রইলেন বিবেক।

