VolkswagenTechnology Travel World 

ফোক্সওয়াগেন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৯৩৭ সালের ২৮ মে ফোক্সওয়াগেন প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি জার্মান মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এই কোম্পানিটি জার্মানির বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা। জামার্নির উল্ফস্‌বুর্গে এর সদর দপ্তর রয়েছে। অবশ্য বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেমন- জার্মানি, মেক্সিকো, স্লোভাকিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, পোল্যান্ড, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও দক্ষিণ আফ্রিকাতেও এই গাড়ি নির্মাণের কারখানা রয়েছে।

Related posts

Leave a Comment