আবহাওয়া দফতরের পূর্বাভাস
বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে । সেই নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আরও একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর অবস্থান করছে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বাংলায়। অন্যদিকে ঘূর্ণিঝড় “রেমাল”-এর অশনি সঙ্কেত রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

