Swastha-BhavanHealth Others 

১২০৭ জিডিএমও নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ১২০৭ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ হবে অস্থায়ী পদে। তবে পরে স্থায়ী হতে পারে। নিচের মত যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও): মোট শূন্যপদ ১২০৭টি (অসং ৩৭০, তঃজাঃ ১৭৫, তঃউঃজাঃ ২৩১, ওবিসি-এ ১২৬, ওবিসি-বি ১৯৭, শরীরিক প্রতিবন্ধী ১০৮)।

ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ (১০২ অফ ১৯৫৬) -র প্রথম বা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু -র অন্তর্গত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা যে কোনও স্টেট মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়া নিয়োগের জন্য বাছাই হলে কাজে যোগদানের ৬ মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম রেজিস্টার করাতে হবে। কোনও সরকারি হাসপাতাল বা স্বীকৃত ইনস্টিটিউশনে হাউজ স্টাফ হিসেবে ১ বছরের প্র্যাক্টিক্যাল ট্রেনিং থাকলে ভাল। সব শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে।

১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে। যাঁদের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, অন্যথায় উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞতা আছে এমন প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় আরও ২ বছরের ছাড় পাবেন। পশ্চিমবঙ্গের তফশিলি এবং ওবিসিরা বয়সের উর্ধ্বসীমায় যথাক্রমে ৫ ও ৩ বছরের ছাড় পাবেন। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি দেবেন পশ্চিমবঙ্গ সরকারের গভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী ব্যাংকগুলির মাধ্যমে, গভার্নমেন্ট রিসিপ্ট হেড অফ অ্যাকাউন্ট ‘0051-00-104-002-16’-তে। মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট বা নগদে ফি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের তফসিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে, ১২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, রাত ৮টার মধ্যে। দরখাস্ত করার সময় ছবি, সই, মেডিক্যল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্ক্যান আপলোড করতে হবে। দরখাস্ত একবার সাবমিট করে দিলে তারপর তাতে কোনও পরিবর্তন এবং সংযোজন করা যাবে না। বিজ্ঞপ্তি নং R/GDMO/07/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment