Hockey-1Others Sports 

জুনিয়র মহিলা বিশ্বকাপ হকি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ চারে থামল ভারতের জয়রথ। চলতি জুনিয়র মহিলা বিশ্বকাপ হকির ফাইনালে খেলার স্বপ্ন অধরা মুমতাজ খানদের। সেমিফাইনালে নেদারল্যান্ডস ৩-০ ফলাফলে হারিয়ে দিল ভারতকে। ডাচদের পক্ষে গোল করেছেন টেসা বিটসমা, লুনা ফোক ও জিপ ডিকে। ভারত ম্যাচে গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হয়।

Related posts

Leave a Comment