rajasthan and win 24 runsBreaking News Others Sports 

আইপিএলে২৪ রানে জয়ী রাজস্থান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইপিএলে ২৪ রানে জয়ী হল রাজস্থান। ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট। ১৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি। তাঁর বোলিং পারফরম্যান্স ৪-০-১৮-২। এই ম্যাচের ফলাফল:রাজস্থান রয়্যালস ১৭৮-৬(২০)। লখনৌ সুপার জায়ান্টস ১৫৪-৮(২০)। আইপিএল টেবিলে ২ নম্বরে রাজস্থান রয়্যালস। ৩ নম্বরে লখনৌ সুপার জায়ান্টস।

Related posts

Leave a Comment