ভারতীয় ব্যাডমিন্টনে সোনালি যুগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৭৩ বছরের ইতিহাসে প্রথম টমাস কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল। ব্যাডমিন্টনে বিশ্বসেরা হল ভারত। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে এই সাফল্য। ইতিপূর্বে এই টুর্নামেন্টে ভারতের সেরা সাফল্য ছিল ১৯৫২,১৯৫৯ ১৯৭৯ সালে। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারত। এবার টমাস কাপে ঐতিহাসিক সাফল্য। উল্লেখ করা যায়,১৯৪৮ সালে শুরু হয় টমাস কাপ। ১৯৮২ সালের পর প্রতি ২ বছর অন্তর এই প্রতিযোগিতা হয়ে আসছে। এই কাপকে বলা হয় বিশ্ব পুরুষ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ফাইনালে ইন্দোনেশিয়াকে পরাজয়ের পর ট্রফি ও পদক নিয়ে উল্লাস দেখা গেল ভারতীয় দলের। ভারতীয় ব্যাডমিন্টনে সোনালি যুগ।

