নেপালি হিন্দুদের তিহার উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তিহার উৎসব ঘিরে উন্মাদনা। দীপাবলির সময় নেপালি হিন্দুরা এই উৎসবে মেতে উঠেন। এই উৎসবে সারমেয়দের পুজো করার রীতি রয়েছে। তিহার গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। হিমালয় সংলগ্ন জনপদগুলিতে কুকুর বা সারমেয় অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অঞ্চলের দেশগুলিতে এটি পালিত হয়। মানুষকে সুরক্ষা দিয়ে থাকে বলে লোকবিশ্বাস। এই উৎসবে সারমেয় পুজো করার রেওয়াজ রয়েছে। (ছবি: সংগৃহীত)

