বসন্তের পরিবেশে গরম বাড়ার ইঙ্গিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এরপর এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা । জানানো হয়েছে,এর অভিমুখ থাকবে মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় । অন্যদিকে রোদের তাপ বাড়ছে। সেই সঙ্গে বেড়ে চলেছে গরমও। দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ বাড়বে বলে পূর্বাভাস ।
তবে শুষ্ক ও পরিষ্কার আকাশে দোল উৎসব পালিত হবে । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বাংলায় । নিম্নচাপের প্রভাব বাড়লে আন্দামান-নিকোবরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় তাপমাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়েছে। বসন্তের পরিবেশ থাকলেও গরম আরও বাড়ার ইঙ্গিত। (ছবি: সংগৃহীত)

