বিশ্বকাপে বৃষ্টির জের : পরিত্যক্ত দুটি ম্যাচ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির জেরে পরিত্যক্ত হল দুটি ম্যাচ। গতকাল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি বৃষ্টির কারণেপরিত্যক্ত হল। গ্রুপ ১ তে থাকা নিউজিল্যান্ড এই মুহূর্তে ২টি ম্যাচ খেলে একটি জয় সহ ৩ পয়েন্ট সংগ্রহ করেছে ৷ গ্রুপে ৪ দলই ৩ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলেরই কাল ম্যাচ পন্ড হওয়ায় তিন ম্যাচ খেলে ৩ পয়েন্ট সংগ্রহ হল ৷ অন্যদিকে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যে সুপার ১২-র গ্রুপ ১-র ম্যাচটি বৃষ্টির কারণে হয়নি। উল্লেখ করা যায়,মেলবোর্নে প্রবল বৃষ্টির জেরে বিশ্বকাপ ম্যাচ পরিত্যক্ত হল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এটি দ্বিতীয় ম্যাচ যা পরিত্যক্ত হল। (ছবি: সংগৃহীত)

