মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর : ভার্চুয়ালি একগুচ্ছ অনুষ্ঠান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মায়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত জুন মাসে ১০০ বছরে পা রেখেছিলেন হীরাবেন মোদি।
শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
মাতৃবিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর। তবু কর্মে’ বিরতি দিলেন না। ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে যোগ দিলেন নরেন্দ্র মোদি। উল্লেখ করা যায়, আজ সরকারি বেশ কিছু কর্মসূচি নিয়ে কলকাতা সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করা ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের কথা ছিল তাঁর। (ছবি:সংগৃহীত)

