mp and hsBreaking News Education Others 

মাধ্যমিকের ফল ১৯ মে : উচ্চমাধ্যমিক ফল মে-র শেষেই !

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক ২০২৩ সালের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “আগামী ১৯ মে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। সকাল ১০ টায় ফল প্রকাশিত হবে। বেলা ১২টার পর থেকেই ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।” এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর,জুন মাসের প্রথম সপ্তাহ নয়, সম্ভাব্য মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। মে মাসের শেষ সপ্তাহ নাগাদ সম্ভাব্য ফল প্রকাশিত হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে । উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ আগামী ২৫ মে হতে চলেছে এমন একটি খবরে বিভ্রান্তি ছড়ায় । তার জেরে অস্বস্তিতে পড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরবর্তী সময়ে ওয়েবসাইটে নির্দেশিকা দিয়ে সংসদ জানিয়েছে ওই বিজ্ঞপ্তি ভুয়ো ছিল ৷ সংসদের কোনও রকম সম্পর্ক নেই বলেও জানানো হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে আরও বলা হয়েছে, ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়েছে। সব মিলিয়ে চূড়ান্ত ফলাফল ও মার্কশিট তৈরি করার জন্য আরও কিছুটা সময় লাগবে না বলে জানিয়েছে সংসদ।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment