সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত ট্রফি জয়ী হলেন সিন্ধু। অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী হলেও একাধিক টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন। ভারতের ব্যাডমিন্টন নক্ষত্র প্রতিপক্ষ চিনকে হারিয়ে দেশকে গর্বিত করলেন। সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে তিনি পরাজিত করলেন চিনের ওয়াং ঝি ই-কে। ফলাফল ২১-৯, ১১-২১ ও ২১-১৫। সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনের পর ২০২২ সালের তৃতীয় খেতাব জয়ী হলেন সিন্ধু।

