novak and wimbledonBreaking News Others Sports World 

২১ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকোভিচ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:২১ তম গ্র্যান্ডস্ল্যাম জয় ও সপ্তম উইম্বলডন খেতাব জয়ী সার্বিয়ান তারকা নোভাক।প্রথমবার উইম্বলডনের ফাইনালে পৌঁছানো অস্ট্রেলিয়ার নিক কিরগিয়সকে লন্ডনের সেন্টার কোর্টে পরাজিত করলেন জোকোভিচ। ফলাফল: ৪-৬, ৬-৩,৬-৪ (৭-৬)টেক্কা দিলেন রজার ফেডেরারকে। পিট সাম্প্রাসকে স্পর্শ করলেন জকোভিচ । ৭বার উইম্বলডন জয়ী পিট সাম্প্রাস । জোকোভিচও ৭বার জয় পেলেন। অস্ট্রেলিয়ান ওপেনে খেলেননি। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালেপরাজয় । উইম্বলডনে সাফল্য এল সার্বিয়ান তারকার।

Related posts

Leave a Comment