বাণিজ্যিক খননের জন্য ১৯টি কয়লাখনি নিলাম শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কয়লাখনি নিলাম। সূত্রের খবর, বাণিজ্যিক খননের জন্য ১৯টি কয়লাখনি নিলাম শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। আদানি এন্টারপ্রাইজেস, বেদান্ত, জেএসডব্লিউ স্টিল, হিন্দালকো ও জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ারের মতো সংস্থা এই নিলামে অংশগ্রহণ করছে বলে জানা গিয়েছে।

