বেলারুশে শান্তি বৈঠক : সেনা প্রত্যাহারের দাবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আবহ আজ ছয় দিনে পড়ল। উত্তেজনার পারদ কমাতে বেলারুশে শান্তি বৈঠক। সূত্রের খবর, রাশিয়ার সামনে একাধিক দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের পক্ষ থেকে বৈঠকে দাবি জানানো হয়েছে, ওই দেশ থেকে সেনা প্রত্যাহার করার কথা বলা হয়েছে পুতিন প্রশাসনকে। এরপর শান্তি আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব হবে। তবে রাশিয়ার পক্ষ থেকে সে বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের আরও খবর, ন্যাটো জোটের সদস্যপদ চায় ইউক্রেন। এ বিষয়ে পদক্ষেপ করার জন্য ন্যাটোকে আবেদন জানিয়েছে ইউক্রেন। উল্লেখ করা যায়, ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে কেন্দ্র করেই প্রাথমিকভাবে বিতর্কের সূত্রপাত হয়েছিল। বিশ্লেষকদের মত, রাশিয়ার সামরিক চাপের মুখে পড়েও ইউক্রেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ভাবছে না। ইউক্রেন সরকার এখনও ন্যাটোর অংশ হওয়ার পক্ষে। যুদ্ধ আবহে রাশিয়া সঙ্গে বৈঠক ইউক্রেনের। ওই বৈঠক নিয়ে চর্চা ও কথা-বার্তা চলছে বলে খবর। টানা ৫ দিন আক্রমণের পর ইউক্রেনের সঙ্গে বৈঠকে রাশিয়া।
এ বিষয়ে আরও জানা গিয়েছে, বেলারুশ সীমান্তে এই বৈঠক। রাশিয়ার পক্ষ থেকে এবার বসা হবে ওই বৈঠকে। ইউক্রেনের রাজধানী কিভ দখলে মরিয়া রাশিয়া৷ উপগ্রহ চিত্রেই তার প্রমাণ পাওয়া গিয়েছে বলে খবর। আমেরিকার একটি সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয় কিভের কাছাকাছি এসে পড়েছে ৷ এই কনভয়টি ২৭ কিলোমিটার দীর্ঘ বলেও দাবি করা হয়েছে ৷ (ছবি: সংগৃহীত)

