অভিনেতা পুনীত রাজকুমার প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন তারকা অভিনেতা পুনীত রাজকুমার। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা ছিলেন তিনি। বেঙ্গালুরুর একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন এই অভিনেতা। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর ।
প্রবীণ অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউডে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্টরা। সেই তালিকায় রয়েছেন চিরঞ্জীবী, লক্ষ্মী মানচু, মহেশ বাবু, সুধীর বাবু, দুলকির সলমান, পূজা হেগড়ে, হংসিকা ও সোনু সুদ প্রমুখ।

