Bharat Electronics LimitedOthers 

১৪ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান (পোস্ট কোড পিই-ওয়ান (এসডিএসসি) পদে ১৪ জনকে নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। নিয়োগ হবে কোচির, সোনার ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট সেন্টার-কোচি/ ন্যাভাল সিস্টেমস এসবিইউ -তে, চুক্তির ভিত্তিতে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ মেকানিক্যাল/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং -এর যে কোনও একটির ফার্স্ট ক্লাস (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক ডিগ্রিধারী হলে সংশ্লিষ্ট শাখার শূন্যপদে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার সাথে ১-৯-২০২০ তারিখের হিসেবে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।

সব বছরের/ সিমেস্টারের মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট প্রার্থীর কাছে থাকা চাই। সার্টিফিকেটে স্পেশ্যালাইজেশনের উল্লেখ থাকা চাই। অন্যথায় ইন্টারভিউয়ের সময় সার্টিফিকেট জমা দিতে হবে। পার্ট-টাইম বা কোরেস্পন্ডেন্স কোর্স করে থাকলে আবেদন করা যাবে না। ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স শাখার প্রার্থীদের কি কি বিষয়ে যোগ্যাতা, অভিজ্ঞতা বা কি কি বাঞ্ছনীয় অভিজ্ঞতা থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

শূন্যপদ: মোট ১৪টি (সাধাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। ১৪টি শূন্যপদের মধ্যে – ইলেক্ট্রনিক্স শাখায় ৭টি, মেকানিক্যাল শাখায় ৪টি এবং কম্পিউটার সায়েন্স শাখায় ৩টি। ১-৯-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।

প্রথমে ২ বছরের চুক্তিতে নিয়োগ হবে। পরে মেয়াদ বেড়ে মোট ৪ বছর পর্যন্ত হতে পারে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরে মাসে থোক পারিশ্রমিক যথাক্রমে ৩৫,০০০, ৪০,০০০, ৪৫,০০০ ও ৫০,০০০ টাকা। এছাড়া অন্যান্য খরচ বাবদ বছরে থোক ১০,০০০ টাকা। এই টাকা পাবেন ২টি ভাগে প্রথম ও সপ্তম মাসের পারিশ্রমিকের সাথে।

প্রার্থিবাছাইয়ের ক্ষেত্রে মোট ১০০ নম্বরের মধ্যে বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিঃ (৪ বছরের) -এর জন্য ৭৫ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর বরাদ্দ থাকবে। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের নামের তালিকা পাওয়া যাবে www,bel-india.in ওয়েবসাইটে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন এসবিআই কালেক্টের মাধ্যমে।

দরখাস্ত করবেন নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে। ফর্ম ডাউনলোড করে, প্রিন্ট নিতে হবে। পূরণ ও সই করা দরখাস্তের সঙ্গে – ফি পেমেন্টের চালান, (দশম শ্রেণি থেকে শুরু করে) শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, ওবিসি/ কাস্ট/ ইডব্লুএস/ প্রতিবন্ধকতা, (সরকারি চাকুরে হলে) নো অবজেকশন সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফকেট ইত্যাদির স্ব-প্রত্যয়িত জেরক্স। দরখাস্ত ও যাবতীয় প্রমাণপত্র ভরা খামের ওপর লিখতে হবে “RECT OF PROJECT ENGINEER – KOCHI FOR NS1 SBU”. পাঠাতে হবে এই ঠিকানায়: Sr. Dy. General Manager (HR), Naval Systems SBU, Bharat Electronics Limited. Jalahalli Post, Bangalore- 560 013, Karnataka. পৌঁছনো চাই ৫ অক্টোবরের মধ্য। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং 383/PE/HR/SDSC-KOCHI/2020021.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment