একঝলক রাজ্য বাজেট -২০২২
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করলেন তিনি। অর্থমন্ত্রীর ঘোষণা করেছেন, “দুয়ারে সরকার” কর্মসূচির মাধ্যমে আরও ৮ লক্ষ মহিলা বিধবা পেনশনের জন্য আবেদন করেন। এছাড়া বার্ধক্য পেনশন ও প্রতিবন্ধী পেনশন ছাড়াও রাজ্য সরকার বিধবা পেনশন দিয়ে থাকে। বাজেট অধিবেশনে বিধবা ভাতায় বরাদ্দ বাড়ানো হয়েছে।
বাজেটে উল্লেখ করা হয়েছে,বর্তমানে ১৩ লক্ষেরও বেশি মহিলা বিধবা ভাতা পেয়ে থাকেন তার জন্য সরকারের ব্যয় হয় ১,৫৬০ কোটি টাকা। অতিরিক্ত ৮ লক্ষ বিধবা মহিলাকেই ২০২২ সালের ১ এপ্রিল থেকে এই পেনশন দেওয়া হবে। এক্ষেত্রে মোট ২১ লক্ষ বিধবা মহিলা এই পেনশনের অধীনে আসতে চলেছেন। বাজেটে তার জন্য বরাদ্দ হয়েছে ৯৬০ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও উল্লেখ করেছেন,রাজ্য সরকার ভর্তুকি মূল্যে ও বিনামূল্যে রেশন দেওয়া ছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ১০ কোটি মানুষকে স্বাস্থ্যবিমার অধীনে নিয়ে এসেছে। ৭০ লক্ষেরও বেশি মানুষ সামাজিক নানা প্রকল্পের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন। যার জন্য ব্যয় হয় ৯,০০০ কোটি টাকা।
রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে, ২৫ থেকে ৬০ বছর বয়সী ১.৫৩ কোটি মহিলাকে “লক্ষ্মীর ভান্ডার”প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে বছরে রাজ্যকে খরচ করতে হয় ১০,০০০ কোটি টাকা। অন্যদিকে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ চলাকালীন বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা ।
২০২৪ সালের মধ্যে রাজ্যের সর্বত্র পানীয় জল পৌঁছে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে । চা বাগানে কৃষি আয়ের উপর কর মকুব করা হচ্ছে। পাশাপাশি এবারের বাজেটে ১২.৮২ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হয়।
৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটির রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী। কৃষি ও পরিকাঠামো ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষায় ২৫.২ গুণ ও স্বাস্থ্য ক্ষেত্রে ১৯.৪ গুণ বরাদ্দ বেড়েছে। ৭০ লক্ষ কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে,এমনই বাজেটে ঘোষণা। (ছবি: সংগৃহীত)

