মারণ রোগ নির্ণয়ে এবার দিশার সন্ধান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে কয়েক সেন্সেন্ডই। যাদবপুর বিশ্যবিদ্যালয় এর অধ্যাপক-গবেষকদের গবেষণায় এমনই সাফল্য মিলেছে। ফিজিক্স বিভাগের গবেষণায় এক বিশেষ রকমের চিপ বের করেছেন অধ্যাপক-গবেষকরা । যার মাধ্যমে মুহূর্তেই ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে। প্রস্টেড এবং বেস্ট কান্সারের উপরই গবেষণা করেছেন ফিজিক্সের অধ্যাপক জয়দীপ চৌধুরী এবং তার ছাত্র -গবেষক সুমিত কুমার দাস। সহযোগিতায় জীবন বিজ্ঞান বিভাগের ছাত্র গবেষক কুনাল পাল এবং অধ্যাপক পরিমল কর্মকার। বোস ইনস্টিটিউটের ফিজিক্সের ছাত্র গবেষক তারাশংকর ভট্টাচার্য্ও । বিশেষজ্ঞদের অভিমত, ক্যান্সারের মতো মারণ রোগ নির্ণয়ের ক্ষেত্রে নতুন দিশার সন্ধান দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা।