নির্ভয়া-দোষীদের ফাঁসি ৩ মার্চ
আমারবাংলা অনলাইন নিউজ ডেস্ক: নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি হবে আগামী ৩ মার্চ। ওইদিন সকাল ৬টায় দেওয়া হবে ফাঁসি। নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। উল্লেখ্য, এর আগে পরপর ২ বার ফাঁসির তারিখ জারি করেও আইনের লাল ফিতের ফাঁসে সেই প্রক্রিয়া কার্যকর হয়নি। এদিকে গত ৩১ জানুয়ারি নির্ভয়া কাণ্ডের অন্যতম আসামী বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানান। রাষ্ট্রপতি এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তাই তিহার জেল ম্যানুয়াল অনুসরণ করে পাতিয়ালা হাউস কোর্ট আজ জানান, ফাঁসি হবে ওইদিন সকল ৬টায়।