নিঝুম-নিস্তব্ধতায় জঙ্গলের জীবন
কংক্রিটের শহর থেকে মাঝে মধ্যে চলে আসুন বন-বনানীতে। হাঁপিয়ে উঠলে চলে আসতেই হয় বন-জঙ্গলে। চারপাশ সবুজে মোড়া হলে তো কথাই নেই। রাতের জঙ্গলে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়। পাখি -পক্ষির কলরব শুনতে পাবেন। আর রয়েছে জন্তু-জানোয়ারদের উঁকি-ঝুঁকি। গভীর রাতের নিঝুম-নিস্তব্ধতা কাটিয়ে দেয় জঙ্গলের জীবন। প্রবাহিত নদী থাকলে আরও তার রূপ। নদীর দুই প্রান্ত জঙ্গলময়। গঙ্গার এপার ওপার করা নয়,জলে-জঙ্গলে রয়েছে বিপদের হাতছানি। জঙ্গলের মূল আকর্ষণ হল- ছবি তোলা। রকমারি পাখির ছবি তোলার ভিড় দেখা যায় । এখানে সকাল-বিকালের আকাশ নীল। নদী-জলাশয়ের জলে পড়ে তার ছায়া। মাছ যেমন রয়েছে তেমনি কুমির-কামটের…
Read More