সিবিএসই-র বাকি পরীক্ষার সিদ্ধান্ত, শীর্ষ আদালতের রায়ের পর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুপ্রিমকোর্টের রায়ের পরই সিবিএসই-র বাকি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে। সূত্রের খবর, আগামী ১ জুলাই থেকে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বাকি বিষয়গুলির পরীক্ষা হবে বলে ঠিক ছিল। সেই নির্ঘন্ট মেনে পরীক্ষা নেওয়া হবে কি না, তা নির্ভর করছে সুপ্রিমকোর্টের রায়ের উপর। উল্লেখ্য, এই সংক্রান্ত এক মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। আপাতত সেই দিকে তাকিয়ে ছাত্র, অভিভাবক ও কেন্দ্র। জানা গিয়েছে, সিবিএসই-র পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের পরই জয়েন্ট (মেন), নিট-ইউজি-র মতো পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সামনে এগিয়ে যাবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। করোনার আবহে সিবিএসই-র বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে যায়। ওই পরীক্ষা ১ জুলাই নেওয়া সম্ভব কি না, তা নিয়ে মন্ত্রকের অফিসাররা বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে প্রাথমিকভাবে পরীক্ষার পক্ষ থেকে মত বিনিময় হয়। অন্যদিকে অফিসারদের একটা একাংশ গড় নম্বর দেওয়ার ক্ষেত্রে সওয়াল করেছেন। সুপ্রিমকোর্টে মামলার শুনানি রয়েছে, তাই মন্ত্রকের পক্ষ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সব মহলকেই।

