সিবিএসই-র নম্বর আপলোড করার পোর্টাল চালু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে এবার দশম শ্রেণির পরীক্ষা বাতিল করে স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়ার কথা বিবেচনা করেছিল সিবিএসই বোর্ড। এক্ষেত্রে জানা গিয়েছে, স্কুলগুলির জন্য সেই নম্বর আপলোড করার পোর্টাল চালু করেছে বোর্ড। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের পক্ষ থেকে সেই নম্বর বোর্ডের পোর্টালে আপলোড করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়, আগামী ২৫ মে-র মধ্যে সব পড়ুয়ার ফলাফল তৈরি করতে হবে স্কুলগুলিকে। এরপর আগামী ২৮ জুন দশম শ্রেণির ফল ঘোষণা করার কথা বোর্ডের।

