T-90 TankOthers 

চীনের বিরুদ্ধে লাদাখে চামার-ডেমচোক এরিয়াতে ভারতের প্রস্তুতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সেনা এলিসি তে টি -৯০ এবং টি -৭২ ট্যাঙ্কস প্রস্তুত করছে এটা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও শত্রুর দিকে নিশানা সাধতে সক্ষম। ১৪ হাজার ৫০০ফুট ওপরে চামার-ড্যামচক এরিয়ায় পোস্ট করা হয়েছে এই ট্যাঙ্কসগুলো।

এই অঞ্চলে শীতের রাতে তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। লাদাখে ৫মাস ধরে চলা উত্তেজনার মধ্যেও সেনাবাহিনী শীতের মরসুমেও দীর্ঘ সময় ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে। সেনা পূর্ব লাদাখে লাইন অফ একচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে আর্মার্ড রিজিমেন্টের টি-৯০ এবং টি-৭২ ট্যাঙ্ক প্রস্তুত করে রাখছে। এছাড়াও যুদ্ধের প্রস্তুতির জন্য বিএমপি-২ কম্ব্যাট ভ্যাকেলও পাঠানো হয়েছে। এই অঞ্চলকে ট্যাঙ্কের দিকথেকে সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলা হয়।

১৪ কর্পসের চিফ অফ স্টাফ নিউজ এজেন্সি এএনআই কে জানিয়েছে যে, লাদাখে শীতের সময় আবহাওয়ার অবস্থা খুব খারাপ অবস্থায় থাকে। তা সত্বেও আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছি। আমাদের কাছে হাই ক্যালরি ফুড এবং নিউট্রিশনযুক্ত খাবারের ব্যবস্থা রয়েছে। ফিউল এবং অয়েলও যথেষ্ট পরিমানে মজুত রয়েছে। তাছাড়া শীতের পোশাক, গরম রাখার সব সরঞ্জামগুলিও যথেষ্ট পরিমাণে আমাদের কাছে মজুত রয়েছে।

Related posts

Leave a Comment