‘শিশু সুরক্ষা’ অ্যাপ চালু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অভিযোগ নথিবদ্ধের জন্য রাজ্য শিশু সুরক্ষা দিবসে নিজস্ব ‘শিশু সুরক্ষা’ অ্যাপও চালু করেছে কমিশন। সূত্রের খবর, চাইল্ডলাইন, শিশু অধিকার সুরক্ষা কমিশন ও পুলিশের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে হেল্পলাইন রয়েছে। শিশু অধিকার সুরক্ষা কমিশনের নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর ছোটদের হাতিয়ার হয়ে উঠবে। সংস্থার চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী এ বিষয়ে জানিয়েছেন, অ্যাপটি ডাউনলোড করে শহর ও গ্রামের ছোটরা খুব সহজে অভিযোগ নথিবদ্ধ করতে পারবে। এক্ষেত্রে অভিযোগের নিষ্পত্তির অগ্রগতিও মিলবে। সূত্রের আরও খবর, এক্ষেত্রে অভিযোগকারী নাবালক বা নাবালিকা তাদের পরিচয়ও গোপন রাখতে সক্ষম হবে। এক সমাজকর্মী বিনাব্যয়ে অ্যাপটি তৈরি করে দিয়েছেন বলে জানা যায়। এ বিষয়ে আরও জানা যায়, কমিশনের ভার্চুয়াল অনুষ্ঠানে বিভিন্ন শিশু পরিচর্যা কেন্দ্রের আবাসিক ছোটদের প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা।

