করোনা সংক্রমণের হার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, কলকাতা-সহ দেশের ১৯টি জেলায় করোনা সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, সংক্রমণের হার ৫ শতাংশের বেশি হলেই তা উদ্বেগজনক। এক্ষেত্রে আরও বলা হয়েছে, ওই তালিকার মধ্যে সবচেয়ে বেশি ৮টি জেলা রয়েছে কেরলের। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে শুধু কলকাতা রয়েছে তালিকায়। কলকাতার সংক্রমণের হার ৫.৪৬ শতাংশ।

